১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বুয়েট, হল ত্যাগের নির্দেশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ আদেশ সংবলিত এক বিজ্ঞপ্তি বিভিন্ন হলের নোটিশ বোর্ডে লাগিয়ে দেয়া হয়। বিজ্ঞপ্তিতে আজ ৫ টার মধ্যে সবাইকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।

পরীক্ষা পেছানোর দাবিতে গত ২৩ জুন একদল ছাত্র-ছাত্রীর উপাচার্য, রেজিস্টার ও ছাত্রকল্যাণ পরিচালককে উপাচার্যের কার্যালয়ে জিম্মি করা হয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তার কথা চিন্তা করে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ