বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ আদেশ সংবলিত এক বিজ্ঞপ্তি বিভিন্ন হলের নোটিশ বোর্ডে লাগিয়ে দেয়া হয়। বিজ্ঞপ্তিতে আজ ৫ টার মধ্যে সবাইকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।
পরীক্ষা পেছানোর দাবিতে গত ২৩ জুন একদল ছাত্র-ছাত্রীর উপাচার্য, রেজিস্টার ও ছাত্রকল্যাণ পরিচালককে উপাচার্যের কার্যালয়ে জিম্মি করা হয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তার কথা চিন্তা করে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৩৩৭