[english_date]

অনিবন্ধিত মোটরসাইকেল হরদম চলছে চট্টগ্রামে

বন্দর নগরী চট্টগ্রাম। আইনজীবি, সাংবাদিক, মানবাধিকারকর্মী কিংবা পুলিশ। এসব পরিচয়ে বন্দর নগরী চট্টগ্রামে হরহামেশা চলছে অনিবন্ধিত মোটরসাইকেল।এতে একদিকে সরকার যেমন হারাচ্ছে রাজস্ব তেমনি অবৈধ এসব যানচলাচলে সৃষ্টি হচ্ছে যানজট। অবৈধ এসব যানবাহন প্রতিরোধে দ্রুত মাঠে নামছে প্রশাসন।

চট্টগ্রামের বৌদ্ধমন্দির মোড়। রেজিস্ট্রেশন না থাকার অভিযোগে থামানো হয় এ মোটরসাইকেলটি। এসময় রাজনৈতিক পরিচয় দিয়ে ট্রাফিক সার্জেন্টের সাথে বাক-বিতন্ডায় জড়ান চালক।

বন্দর নগরীর প্রায় প্রতিটি সড়কে রেজিস্ট্রেশন ও নম্বর প্লেট ছাড়া এমন মোটর সাইকেল মিলবে হরহামেশায়। এর আবার কোন কোনটি চলছে আইনজীবি, সাংবাদিক, মানবাধিকারকর্মী বা পুলিশ পরিচয়ে।

বিআরটিএ’র তথ্য মতে, গেল ২৪ বছরে নগরীতে মোট নিবন্ধিত মোটর সাইকেলের সংখ্যা ৫৮ হাজার ৫শ ৪১টি। কিন্তু বাস্তবে চলাচল করছে তার কয়েকগুন বেশি। তবে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযানে নামার কথা জানান এক পুলিশ কর্মকর্তা। পাশাপাশি পুলিশের অনিবন্ধিত মোটর সাইকেলও পর্যায়ক্রমে নিবন্ধন করার হবে বলে জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ