এসএমএস ও অনলাইনের মাধ্যমে পছন্দমত কলেজে ভর্তির আবেদনের ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছে এইচএসসি ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। লগইনের পর নিজের ফরমটি আগে থেকেই পূরণ হয়ে যাওয়ার নির্দেশনা দেখতে পাচ্ছে অনেকে। একে সাইবার ক্রাইম হিসেবে উল্লেখ করে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার কথা জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। অন্যদিকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির ক্ষেত্রে নতুন নিয়মে অনলাইন ও মোবাইল ফোন টেলিটক ব্যবহার করে আবেদন করছে শিক্ষার্থীরা।
এতে একটি আবেদনে যে কোনো শিক্ষার্থীর পছন্দমতো পাঁচটি কলেজের নাম দেয়ার সুযোগ থাকলেও নানা সমস্যায় পরছে তারা। এমনকি গোল্ডেন এ প্লাস পেয়েও ভালো কলেজে ভর্তির সুযোগ বঞ্চিত হওয়ার আশঙ্কায় পড়েছে অনেকে। কেবলমাত্র রোল, রেজিস্ট্রেশন নম্বর ও সেশন উল্লেখ করে সার্ভারে লগইন করার সুযোগ থাকায় এমন অনৈতিক কাজের আশ্রয় নিচ্ছেন অনেকে।
উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বলছে, আবেদন করলেন শিক্ষার্থীদের পুননিবন্ধনের ব্যবস্থা করা হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. আশফাকুস সালেহীন বলেন, ‘কাছে মানুষ যে চায় না ভালো প্রতিষ্ঠানে ভর্তি হোক। তাকে একটা ঝামেলার মধ্যে ফেলা জন্য হয়তো সে দেখা গেল রোল নম্বর সেশন নম্বর দিয়ে সে ঢুকে গিয়ে তারটা রেজিস্ট্রেশন করে ফেললো। যে ঢুকেছিল তারটা মুছে ফেলে আমরা তাকে নতুন করে আবেদন ফরম পূরণের সুযোগ দেবো।’
এদিকে দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী বলেন ‘আমরা সবসময় নজরে রাখছি। খবর পেলেই হস্তক্ষেপ করার চেষ্টা করছি। কিছু কিছু ক্ষেত্রে এমন হতেও পারে। সব জায়গায় কিছু না কিছু সমস্যা হয়েই থাকে। সার্বিকভাবে এটা কোনো প্রধান সমস্যা না। তারপরও আমরা ব্যবস্থা নেবো।’ এসময় ভর্তি প্রক্রিয়া আরও সংরক্ষিত করতে বুয়েটের সহায়তা নেয়ার কথাও জানান মন্ত্রী।