নেইমারের কড়া সমালোচনা করলেন প্রাক্তন ব্রাজিলের ফুটবলার লিওনার্দো ৷তাঁর মতে নেইমার যতই বড় ফুটবলার হোক না কেন, এখনও ব্রাজিলের অধিনায়ক হওয়ার মতো পরিণত হননি ৷ বার্সেলোনা তারকাকে আরও পরিণত হতে হবে মনে করছেন এই প্রাক্তন ব্রাজিল তারকা ৷
লিওনার্দো বলেছেন, ‘নেইমার খুব বড় ফুটবলার ৷ কিন্তু ব্রাজিল দলের অধিনায়কত্ব করার মতো পরিণত নন তিনি ৷ দলটাকে নিজের হাতে নেওয়ার মতো এখনও পরিণত হননি নেইমার ৷’ একইসঙ্গে ব্রাজিলের প্রাক্তন তারকাটি বলেছেন, ‘ ব্রাজিলের হয়ে যখন খেলছিল তখন নেইমারের কড়া সমালোচনা করেছিলাম৷ও আগে বল নিয়ে খেলে ম্যাচের পার্থক্য গড়ে দিত ৷ এখন ও বল ছাড়া খেলছে ৷ যেটা চাইছে ওটা করতে পারছে না নেইমার ৷ আমার মতে এটা মানসিকতার ব্যাপার ৷’
পোস্টটি যতজন পড়েছেন : 238