শিশু পাচারের অভিযোগে গ্রেফতার অদম্য ফাউন্ডেশনের চার সদস্য জামিন পেয়েছেন। পুরো এক মাস সাতদিন পর সোমবার জামিনে মুক্ত হয়েছেন তারা।
গত ১২ সেপ্টেম্বর রাজধানীর রামপুরার বনশ্রী থেকে শিশু পাচারকারী সন্দেহে গ্রেফতার করা হয় ‘অদম্য ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার চার সদস্যকে। তবে পরবর্তীতে জানা যায়, তারা শিশু পাচারকারী নন বরং ছিন্নমূল ও পথশিশুদের নিয়ে কাজ করেন।
তাদের গ্রেফতারের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা শুরু হয়। পথশিশুদের নিয়ে কাজ করার অপরাধে যদি মানবপাচারকারী হিসেবে এই চারজনের সাজা হয়, তাহলে ভবিষ্যতে কেউ আর ভালো কাজে উৎসাহ পাবে না বলে মত দেন ইন্টারনেট ব্যবহারকারীরা। সেই সঙ্গে শুরু হয় অদম্য বাংলাদেশের চার সদস্যের জামিনের ব্যবস্থার নানা উদ্যোগ। তাদের মুক্তির দাবিতে বেশ কিছু কর্মসূচিও পালন করেন অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীরা।[review]