২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অতিরিক্ত অর্থ আদায়ে ঝিনাইদহে ৫ বিদ্যালয়কে শোকচ

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ৫টি বিদ্যালয়কে শোকচ করেছে শিক্ষা বোর্ড। বিদ্যালয়গুলো সদর উপজেলার বাজার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, উত্তর নারায়নপুর, মধুহাটি, ফজর আলি এবং বেড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষা মন্ত্রানালয়ের নির্দেশে গত ৩ই ফেব্রুয়ারি যশোর শিক্ষা বোর্ড এই নৌটিশ প্রদান করেছে। নোটিশে আগামি ১০ই ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত অর্থ ফেরত দেয়াসহ সন্তোষজনক জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, যশোর শিক্ষাবোর্ড চলতি বছর বিজ্ঞান বিভাগে ১’হাজার ৪’শ ৪৫ টাকা, মানবিক ও ব্যবসায় বিভাগে ১’হাজার ৩’শ ৫৫ টাকা নির্ধারন করা হয়। কিন্তুু অধিকাংশ বিদ্যালয় গুলো বিভিন্ন আজুহাতে ২’হাজার ৪’শ টাকা এছাড়া প্রত্যেক বিষয়ে অকৃতকার্য হলে তিন’শ-সাড়ে তিন’শ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ কামরুজ্জামান বলেন, এ বছর কোন উপজেলার স্কুল পরীক্ষার ফরম পূরনে অতিরিক্ত টাকা আদায় করেনি। যদিও বোর্ড নোটিশ করেছে যে কারনে স্কুলগুলোর জবাব আমরা বোর্ডে পাঠিয়ে দিয়েছি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ