১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অঞ্জলী হত্যা মামলার সন্দেহভাজন জঙ্গিসদস্য গ্রেফতার

চট্টগ্রাম সরকারি নার্সিং কলেজের সিনিয়র শিক্ষিকা অঞ্জলী দেবী হত্যা মামলার সন্দেহভাজন প্রধান আসামি মো. রেজাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার গভীর রাতে নগরীর জিইসি মোড় থেকে তাকে আটক করা হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এসএম তানভির আরাফাত  বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, আটক রেজা চট্টগ্রামের পটিয়া জামিয়া আল ইসলামিয়া মাদরাসার সাবেক কর্মকর্তা। আজ রোববার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। নগরীর চকবাজার এলাকায় গত ১০ জানুয়ারি চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী দেবীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার শ্বশুরবাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীরহাট এলাকায়। বাবার বাড়ি রংপুরে। তার দুই মেয়ে ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং তার স্বামীও একজন চিকিৎসক।

ঘটনার দিন সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ থানায় নিহত শিক্ষিকার স্বামী ডা. রাজেন্দ্র চৌধুরী বাদী হয়ে একটি মামলাটি করেন। তবে মামলায় কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ