
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বৈঠকের জন্য অক্টোবর মাসে ডেকে পাঠালেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসাস রাইস এ কথা জানালেন রবিবার।
রাইস আজই শরিফের সঙ্গে ইসলামাবাদে দেখা করেন। পরে তিনি মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে লেখেন, প্রেসিডেন্ট ওবামা অক্টোবরে হোয়াইট হাউসে শরিফকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
এদিন দিনভর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন। পাশাপাশি পাক নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গেও বৈঠক সেরে উচ্ছাসিত রাইস লিখেছেন, “বৈঠক সদর্থক হয়েছে।” আজই চিন থেকে পাকিস্তানে পৌঁছেছেন রাইস।
পোস্টটি যতজন পড়েছেন : ৩৪১