১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক

লিটনকে বাদ দেওয়ার কারণ জানালেন লিপু

সর্বশেষ তিন ওয়ানডেতে লিটন দাসের পারফরম্যান্স হচ্ছে ০, ০, ১। সর্বশেষ ১০ ইনিংসে কোনো ফিফটি নেই। লংকানদের বিপক্ষে টানা দুই ম্যাচে শূন্য রান করা লিটনের দল থেকে বাদ পড়া যেন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ দল থেকে বাদ দেওয়া হয়েছে ওপেনার লিটন দাসকে। তার বদলে দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক।

ওয়ানডেতে অধারাবাহিক লিটন দাসের দলে জায়গা নিয়ে আগে থেকেই সমালোচনা উঠেছিল চারপাশে। সমালোচনার ঝড়ে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচের দল থেকে একেবারে বাদই পড়েছেন লিটন।

মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। গত শনিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অফফর্মে থাকা লিটনের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। এর আগে কেবল প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছিল বিসিবি।

লিটনের দল থেকে বাদ পড়ার কারণ জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় লিপু জানান, লিটনের ধারাবাহিক ব্যর্থতার কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

ভিডিও বার্তায় লিপু বলেন, যেহেতু সিরিজটা চলছে সেখানে পরিবর্তনের বেশি সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। আপনারা জানেন লিটন কুমারের পরেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিমকে, যারা ওপেন করতে পারেন।

তৃতীয় ওয়ানডেতে দল নির্বাচনের ক্ষেত্রে অধিনায়ক ও কোচেরও মতামত নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। দলে আরও দুই জন ওপেনার থাকায় নতুন করে কোনো ওপেনারকে দলে ডাকা হয়নি। জাকের আলী অনিককে দলে নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন প্রধান লিপু। তিনি জানান, জাকেরের মিডেল অর্ডারে রান করার সক্ষমতা আছে, সেই সঙ্গে ক্রিকেটে কনকাশনের একটা ব্যাপার থাকে। যেহেতু এটা ডে ম্যাচ তাই জাকেরকেই আদর্শ সংযোজন মনে হয়েছে নির্বাচক কমিটির।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

লিটনকে বাদ দেওয়ার কারণ জানালেন লিপু

সর্বশেষ তিন ওয়ানডেতে লিটন দাসের পারফরম্যান্স হচ্ছে ০, ০, ১। সর্বশেষ ১০ ইনিংসে কোনো ফিফটি নেই। লংকানদের বিপক্ষে টানা দুই ম্যাচে শূন্য রান করা লিটনের দল থেকে বাদ পড়া যেন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ দল থেকে বাদ দেওয়া হয়েছে ওপেনার লিটন দাসকে। তার বদলে দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক।

ওয়ানডেতে অধারাবাহিক লিটন দাসের দলে জায়গা নিয়ে আগে থেকেই সমালোচনা উঠেছিল চারপাশে। সমালোচনার ঝড়ে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচের দল থেকে একেবারে বাদই পড়েছেন লিটন।

মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। গত শনিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অফফর্মে থাকা লিটনের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। এর আগে কেবল প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছিল বিসিবি।

লিটনের দল থেকে বাদ পড়ার কারণ জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় লিপু জানান, লিটনের ধারাবাহিক ব্যর্থতার কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

ভিডিও বার্তায় লিপু বলেন, যেহেতু সিরিজটা চলছে সেখানে পরিবর্তনের বেশি সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। আপনারা জানেন লিটন কুমারের পরেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিমকে, যারা ওপেন করতে পারেন।

তৃতীয় ওয়ানডেতে দল নির্বাচনের ক্ষেত্রে অধিনায়ক ও কোচেরও মতামত নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। দলে আরও দুই জন ওপেনার থাকায় নতুন করে কোনো ওপেনারকে দলে ডাকা হয়নি। জাকের আলী অনিককে দলে নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন প্রধান লিপু। তিনি জানান, জাকেরের মিডেল অর্ডারে রান করার সক্ষমতা আছে, সেই সঙ্গে ক্রিকেটে কনকাশনের একটা ব্যাপার থাকে। যেহেতু এটা ডে ম্যাচ তাই জাকেরকেই আদর্শ সংযোজন মনে হয়েছে নির্বাচক কমিটির।

সোমালিয়ার ৩৫ জলদস্যুর আত্মসমর্পণ, ১৭ নাবিক উদ্ধার

ভারতীয় নৌবাহিনী সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা পণ্যবাহী জাহাজ ‘এমভি রুয়েন’ থেকে ১৭ নাবিককে উদ্ধার করেছে। ওই সময় ৩৫ জলদস্যু আত্মসমর্পণও করেছে।

শনিবার ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা এমভি রুয়েনের মাধ্যমে জলদস্যুদের ছিনতাইচেষ্টা ভণ্ডুল করে দেয়। এটি ভারতীয় উপকূল থেকে ২ হাজার ৬০০ কিলোমিটার দূরে নোঙর করা ছিল। এই অভিযানে আইএনএস সুভদ্র নামের আরেকটি জাহাজের ভারতীয় জাহাজও অংশ নেয়।

মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, মাল্টার পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ এমভি রুয়েনে থাকা ৩৫ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে। আর জাহাজটি অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক রয়েছে কিনা তা পরীক্ষা করা হয়েছে।

এই জাহাজটি গত ডিসেম্বরে ছিনতাই করে সোমালি জলদস্যুরা। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী যে কার্গো জাহাজ ছিনতাই করা হয়েছে, তার জন্য এ জাহাজটিকে জলদস্যুরা ঘাঁটি হিসেবে ব্যবহার করে থাকতে পারে।

গত ৪ মার্চ বাংলাদেশের এসআর শিপিংয়ের ১৩ মিটার গভীরতার জাহাজ এমভি আবদুল্লাহ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয়। এর পর গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খবর আসে, ভারত মহাসাগরে জাহাজটি ছিনতাই হয়েছে।

জলদস্যুদের উৎপাতের কারণে ঝুঁকিপূর্ণ ভারত মহাসাগরে অস্ত্রধারী নিরাপত্তারক্ষীসহ জাহাজ চলাচলের নিয়ম। এছাড়া জাহাজের চারপাশে তারকাঁটার বেষ্টনী, হাইস্পিড ওয়াটারগানসহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু দস্যুদের কবলে পড়া এমভি আবদুল্লাহতে এসব ব্যবস্থার কোনোটিই নেওয়া হয়নি।

বিশ্লেষকরা বলছেন, কয়লাবোঝাই জাহাজটির পানির ওপরের অংশের উচ্চতা কম হওয়ায় খুব সহজেই এটিতে চড়ে বসে দস্যুরা। যার ফলে অনেকটা বিনা বাধায় জাহাজের নিয়ন্ত্রণ নেয় তারা।

ভারত স্ট্রংলি আমাদের পাশে দাঁড়িয়েছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তার প্রদর্শিত পথই আমাদের পথ। তিনি স্বাধীনতা দিয়ে যে উত্তরাধিকার রেখে গেছেন, তিনি বেঁচে না থাকলেও তার উত্তরাধিকারের কোনোদিন মৃত্যু হবে না। তার উত্তরাধিকার সবসময় বেঁচে থাকবে।

রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ৭ জানুয়ারির নির্বাচন নিয়েও কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা স্বাধীনতা এনে দিতে টুঙ্গীপাড়ার এক বীর প্রসূতি মা যাকে জন্ম দিয়ে ধন্য করেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি প্রথম বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিয়ে স্বাধীন সত্তা বাংলাদেশ সৃষ্টি করেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে তিনি (বঙ্গবন্ধু) আমাদের মাঝে নেই কিন্তু তিনি চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি আমাদের সব সংকটে আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবেন, বাতিঘর হয়ে থাকবেন। তিনি বাঙালির দুঃখের একমাত্র বাতিঘর।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারতের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ নির্বাচনি বৈতরণি পার হয়েছে’— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যখন দেশ-বিদেশে শত্রুতা, নির্বাচনবিরোধী ষড়যন্ত্র, তখন ভারত স্ট্রংলি আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি সে কথা বলেছি।

সেতুমন্ত্রী বলেন, আজকে আমরা শপথ নিই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা অবিরাম লড়াই করে যাব। আজকে আমাদের পরবর্তী লক্ষ্য একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গঠন। আমরা সে বাংলাদেশ গঠনে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার অভিমুখে আমাদের অভিযাত্রা অব্যাহত থাকবে।

নওফেলের পক্ষে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও খাবার পানি বিতরণ

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে নগরীর জামালখানে শিক্ষা সামগ্রী ও বিশুদ্ধ পানি ও টিস্যু বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে এসএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত নগরীর জামালখান খাস্তগীর উচ্চ বিদ্যালয়ের সামনে মহানগর ছাত্রলীগের সংগঠক চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলামের উদ্যোগে এই সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে- ফাইল,কলম, স্কেল, রাবার, পেন্সিল ও জ্যামিতি বক্স।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাহিত্য সম্পাদক সাদ্দাম, ছাত্রনেতা সাঈদ আল যাবের, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উপ-মানব সম্পদ বিষয়ক সম্পাদক তানভীর, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সম্রাট চৌধুরী, ছাত্রনেতা রুমেল খান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক ইয়াছিন আরাফাত, সদস্য রায়হান, বিজয় রাজ, ছাত্রনেতা ইমতিয়াজ, বাঁধন, ইমন, প্রান্ত প্রমুখ।

১৭৩৯ দিন পর সিংহাসন হারালেন সাকিব

ওয়ানডেতে অলরাউন্ডারের শীর্ষস্থানে ছিল সাকিব আল হাসানের রাজত্ব। প্রায় পাঁচ বছর সিংহাসনটি নিজের দখলে রেখেছিলেন। সাকিবের সেই রাজত্ব কেড়ে নিয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী।

সর্বশেষ র‌্যাংকিং বুধবার প্রকাশ করেছে আইসিসি।

আফগান অলরাউন্ডার রশিদ খানের কাছ থেকে ২০১৯ সালের ৭ মে  শীর্ষস্থানটি দখলে নেন সাকিব। তার পর রাজত্ব করেছেন ১ হাজার ৭৩৯ দিন। ওয়ানডের অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে এতদিন নিরবচ্ছিন্নভাবে থাকতে পারেনি আর কেউ।  কিন্তু সাম্প্রতিক সিরিজগুলোয় সাকিবের ইনজুরি, পাশাপাশি শ্রীলংকা সিরিজে নবীর দারুণ ফর্ম র‌্যাংকিংয়ের এই পরিবর্তনে ভূমিকা রেখেছে।

শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩৬ রানের অতিমানবীয় ইনিংস খেলেছেন নবী। একই ম্যাচে বল হাতেও নিয়েছেন একটি উইকেট। তাতে এক ধাপ এগিয়ে দখলে নিয়েছেন অলরাউন্ডারের এক নম্বর আসন।

বোলারদের র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে তাতে। এগিয়েছেন সাত ধাপ। ৩১৪ রেটিং নিয়ে নবী শীর্ষে। ৩১০ রেটিং নিয়ে দুইয়ে নেমে গেছেন সাকিব। ২৮৮ রেটিং নিয়ে তিনে সিকান্দার রাজা।

ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে কেশব মহারাজ তার শীর্ষস্থান দখলে রাখতে পেরেছেন। শ্রীলংকান তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা অবশ্য এগিয়েছেন ১৪ ধাপ। বর্তমানে তার র্যাংকিং ২৬।

ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯৭ রানের অপরাজিত ইনিংসে পাঁচ ধাপ এগিয়েছেন চারিথ আসালাঙ্কা। তার র্যাংকিং এখন ১৫। সিরিজ ওপেনারে ডাবল সেঞ্চুরি হাঁকানো পাথুম নিসাংকা লাফ দিয়েছেন ১০ ধাপ! তার র্যাংকিং এখন ১৮তম।

মাওলানা ফজলুর রহমানের কাছে যে সহায়তা চাইলেন শাহবাজ

পাকিস্তানের প্রভাবশালী রাজনীতিক ও জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানকে জোট সরকারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগের (এন) চেয়ারম্যান শাহবাজ শরিফ।

মঙ্গলবার মাওলানা ফজলুর রহমানের বাসভবনে দেখা করে এ আহ্বান জানান তিনি।  ইসলামাবাদে অনুষ্ঠিত এ বৈঠকে পাকিস্তান মুসলিম লীগের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবর জিয়ো নিউজ উর্দূর।

সূত্র জানায়, বৈঠকে শাহবাজ শরিফ মাওলানা ফজলুর রহমানকে বলেন, আমরা সবসময় আপনার কাছ থেকে দিকনির্দেশনা নিই, এই সময়ে দেশ ও জাতির আপনাকে আবার প্রয়োজন। বিশ্বাস করুন, এই সময়ে কেউ খুশি মনে সরকারে অংশ নিতে চাচ্ছে না। আপনি আবার আমাদের সবাইকে নির্দেশনা দেবেন।

সূত্রের খবর, বৈঠকে মাওলানা ফজলুর রহমান শাহবাজ শরিফকে তার আপত্তির কথাগুলো জানান এবং ভোটে জমিয়তের সঙ্গে জাল-কারচুপির অভিযোগ করেন।

এ সময় মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমরা সব সময় দেশ ও জাতির জন্য ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আমাদের ম্যান্ডেট চুরি হয়ে গেছে। দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অভিমত আমাদের বিরোধী আসনে বসতে হবে।

সূত্রের খবর, মাওলানা ফজলুর রহমান শাহবাজ শরিফকে বলেন, মিয়া সাহেব! এই নির্বাচনেও আমাদের সঙ্গে যা ঘটেছে তা নজিরবিহীন। আমি অবশ্যই মজলিসে শূরার সভায় আপনাদের পরামর্শ উপস্থাপন করব। আশা করি পাকিস্তানের জনগণের কল্যাণ ও উন্নতির জন্য ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

বিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের অনন্য রেকর্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশের প্রথম এবং সবমিলে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কার সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনারের আগে এই রেকর্ড গড়েন ক্রিস গেইল।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার গেইল বিপিএলে ৫২ ইনিংসে ব্যাট করে ১৩৭টি ছক্কা হাঁকান। তামিম ১০৩টি ছক্কা হাঁকাতে খেলেছেন ৯৭ ইনিংস।

বুধবার চট্টগ্রামে দুরুন্ত ঢাকার বিপক্ষে মাইলফলক ছোঁয়ার ইনিংসে ৪৫ বলে ৭টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭১ রান করেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

বিপিএলে ছক্কার তালিকায় তামিমের খুব কাছে আছেন মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। ১০৮ ইনিংসে ইমরুলের ছক্কা ৯৭টি। মুশফিকের ১১৩ ইনিংসে সমান ৯৭টি। এছাড়া নব্বইয়ের বেশি ছক্কা আছে কেবল মাহমুদউল্লাহর, ১০৭ ইনিংসে ৯৪টি।

প্রতারণা মামলায় ডা. সাবরিনার বিচার শুরু

তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি তৈরির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) করা প্রতারণা মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা শারমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ সোমবার তার অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৩ জুন দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২০ সালের ৩০ আগস্ট সাবরিনার বিরুদ্ধে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন গুলশান থানার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া। গত বছরের ২৪ নভেম্বর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রিপন উদ্দিন আদালতে অভিযোগপত্রটি জমা দেন।

মামলার এজাহারে বলা হয়, সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চেয়েছে। সাবরিনা ২০১৬ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরিনা শারমিন হোসেন নামে। একটিতে জন্মতারিখ ১৯৭৮ সালের ২ ডিসেম্বর, অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম আর এইচ হক আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী।

২০২২ সালের ১৯ জুলাই ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন জাল করোনা সনদ দেওয়ার মামলায় সাবরিনা ও তার স্বামী আরিফুলসহ ৬ জনকে ১১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। বর্তমানে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত আছেন তিনি।

আবারও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হাসপাতালে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

সম্ভাব্য মূত্রাশয়সংক্রান্ত সমস্যার উপসর্গ দেখা দেওয়ায় এবার অস্টিনকে হাসপাতালে নেওয়া হলো।

সপ্তাহ কয়েক আগেই অস্টিনকে হাসপাতালে থাকতে হয়েছিল। তবে তখন তিনি তার হাসপাতালে থাকার বিষয়টি বিতর্কিতভাবে গোপন রেখেছিলেন।

প্রোস্টেট ক্যানসারের চিকিৎসার জন্য গত ডিসেম্বরের পর জানুয়ারিতেও জনসাধারণের দৃষ্টি থেকে কার্যকরভাবে অদৃশ্য হয়ে গিয়েছিলেন অস্টিন।

অস্টিন প্রাথমিকভাবে তার রোগ শনাক্ত ও চিকিৎসা উভয় বিষয় প্রেসিডেন্ট জো বাইডেনসহ সরকারের বাকিদের কাছ থেকে গোপন রেখেছিলেন।

৭০ বছর বয়সি অস্টিনকে গতকাল রোববার বিকালে হাসপাতালে পাঠানো হয়। এবার তাকে হাসপাতালে পাঠানোর প্রায় দুই ঘণ্টা পর বিষয়টি জনসাধারণকে জানানো হয়।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রেস সেক্রেটারি প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, সামরিক বাহিনী, হোয়াইট হাউস ও কংগ্রেসের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।
অস্টিনকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিষয়টি প্রতিরক্ষা উপমন্ত্রী ও মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে জানানো হয়েছে। এ ছাড়া হোয়াইট হাউস ও কংগ্রেসকে তা অবহিত করা হয়েছে।

অস্টিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা কিংবা ভর্তি করা হলে তিনি কত দিন সেখানে থাকবেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

তবে রাইডার তার বিবৃতিতে উল্লেখ করেছেন যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী শ্রেণিবদ্ধ (গোপনীয়) যোগাযোগব্যবস্থা তার সঙ্গে নিয়ে এসেছেন। তিনি তার দাপ্তরিক কাজ ও দায়িত্ব পালন করে যাবেন।

আগের বার হাসপাতালে থাকার তথ্য গোপন রাখায় ব্যাপক রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছিলেন অস্টিন। এ জন্য চলতি মাসের শুরুর দিকে তিনি ক্ষমা চান।

ব্রাজিলকে কাঁদিয়ে অলিম্পিকে আর্জেন্টিনা

সমীকরণের ম্যাচে ব্রাজিলকে কাঁদিয়ে প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরাজয়ের ফলে এবারের আসর থেকে ছিটকে গেল অলিম্পিক আসরের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।

প্যারিস অলিম্পিকে খেলতে হলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি জিততেই হতো আর্জেন্টিনাকে। অবশেষে সেই কাঙ্ক্ষিত জয় এনে দিলেন ফরোয়ার্ড লুসিয়ানো গুন্দো।

ঘড়ির কাঁটায় ম্যাচের বাকি তখন মাত্র ২২ মিনিট। আর্জেন্টিনা শিবিরে তখন গভীর উদ্বেগ। কেননা দীর্ঘ ৭৮ মিনিট ব্রাজিল রক্ষণভাগ যেভাবে আগলে রেখেছে, তাতে অলিম্পিকে যাওয়ার দৌড়ে তারাই এগিয়ে থাকার কথা।

কিন্তু হঠাৎ ডিবক্সের অনেকটা বাইরে থেকে একটি মাপা ক্রস শট নিলেন ব্রাইটনে খেলা আর্জেন্টাইন তরুণ ভ্যালেন্টিন বার্কো। অনেকটা দৌড়ে এসে তাতে মাথা ছোঁয়ালেন ফরোয়ার্ড লুসিয়ানো গুন্দো। তাতেই ভাঙল ব্রাজিলের রক্ষণ। আর ওই ৭৮তম মিনিটের গোলটাই আর্জেন্টিনাকে এনে দেয় প্যারিস অলিম্পিকের টিকিট।

অন্যদিকে ম্যাচটি ড্র হলেও আশা বাঁচিয়ে রাখতে পারত ব্রাজিল। ভেনিজুয়েলার মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের মাহাত্ম্য তাই কোনোভাবেই কম ছিল না। মর্যাদার এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচে ৫ পয়েন্ট পায় আর্জেন্টিনা। আর তাতেই নিশ্চিত হয় প্যারিসের টিকিট। তাদের সঙ্গী হচ্ছে প্যারাগুয়ে।

ব্রাজিল দারুণ শুরু করলেও ম্যাচের প্রায় পুরোটা সময়েই আধিপত্য দেখিয়েছে আর্জেন্টাইন তরুণরা। ১৫ মিনিটেই গোল পেতে পারত তারা। অধিনায়ক থিয়াগো আলমাদার দুর্দান্ত ফ্রি-কিক গোলবারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় আর্জেন্টিনাকে। এর আগ পর্যন্ত কোনো সুযোগই করা হয়নি ব্রাজিলের। ১৮ মিনিটে তারা প্রথম শট নেয় গোলমুখে। যদিও সেটি টার্গেটে ছিল না।

ব্রাজিল ম্যাচের সেরা সুযোগ পেয়েছে ৬০ ও ৬২ মিনিটে। প্রথম গ্যাব্রিয়েল পেককে হতাশ করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক ব্রেই। দুর্দান্ত সেভে সুরক্ষিত রাখেন আর্জেন্টিনার অলিম্পিক খেলার স্বপ্ন। মিনিট দুয়েক পরেই জন কেনেডিকেও হতাশ করেন তিনি।

পুরো ম্যাচে আর্জেন্টিনার আধিপত্য চোখে পড়ার মতো। হ্যাভিয়ের মাশ্চেরানোর আর্জেন্টিনা বল দখলে রাখে ৬১ শতাংশ এবং শট নেয় ১৪টি। ধারাবাহিকতার সুবাদেই ৭৮ মিনিটে পেয়ে যায় মহামূল্যবান সেই গোল। তাতেই বাদ পড়েছে অলিম্পিকের বর্তমান স্বর্ণপদক পাওয়া দলটি। ২০১৬ ও ২০২০ অলিম্পিকে স্বর্ণ জিতেছিল ব্রাজিল।

পাঠক প্রিয়