মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
মীরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন গরীব, দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার পিস কম্বল বিতরণ করেন। ১৩ জানুয়ারী (শনিবার) সকাল সাড়ে ১১টায় মীরসরাই পৌরসভার নাজিরপাড়াস্থ নিজ বাড়ি থেকে উক্ত কম্বল বিতরণ করেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও পৌরসভার ওয়ার্ডের প্রতিনিধিদের কাছে গরীব, দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের জন্য উক্ত ১০ হাজার কম্বল হস্তান্তর করেন তিনি নিজ হাতে। এসময় উপস্থিত ছিলেন ৭নং কাটাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, ৫ নং ওসমানপুর ইউনিয়নের সাবেক চেয়াম্যান মোজাম্মেল হোসেন, মীরসরাই পৌরসভার কাউন্সিলর রহিমুল্যাহ, বারইয়াহাট পৌরসভার কাউন্সিলর ইমাম হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা তুহিন, অভি রায়, মিল্টন, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
