সাহিত্য প্রতিবেদক:
জীবনের গল্পকথা, কিছু স্বপ্ন, গান ও কবিতা (এল.এস.ডি.এস.পি) “বর্ষ সেরা সাহিত্য সম্মাননা-২০১৭” পেলেন বিশিষ্ট সাহিত্যিক ও কবি এবিএম ফয়েজ উল্যাহ। সাহিত্য চর্চা, অনুশীলন এবং সৃজনশীলতার মধ্য দিয়ে বাংলা সাহিত্য ভাবনাকে সমৃদ্ধ করার জন্য আধুনিক বাংলা সাহিত্য বিভাগে এল.এস.ডি.এস.পি কবি এবিএম ফয়েজ উল্যাহকে বর্ষ সেরা সাহিত্য সম্মাননা প্রদান করেন।
